Posts

৫০ হাজার টাকা সেলামি না চাইতেই

Image
গেল বছর অক্টোবরে সংসার বেঁধেছেন গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রিতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। নিজেদের বাড়িতেই ঈদ করেছেন তাঁরা। [ Singer, actor and music director Pritam Hasan and model, actress Shehtaz Monira Hashem tied the knot in October last year. They celebrated Eid in their own homes.] দুপুর পর্যন্ত অপেক্ষায় ছিলেন শেহতাজ মনিরা। তখনো প্রীতম হাসান ব্যস্ত স্টুডিওতে। অবশেষে তিনটার পর শ্বশুরবাড়িতে আসেন এই গায়ক। শেহতাজ ভেবেছিলেন এলেই আগে ঈদের সেলামি চাইবেন। কিন্তু অবাক করেছেন প্রীতম। চাইতে হয়নি ঈদসেলামি। তার আগেই সেলামি পেয়েছেন শেহতাজ। ঈদের সেলামি কত পেলেন এই তারকা? [ Shehtaz Monira was waiting till noon. Pritam Hassan was still busy in the studio. Finally, the singer came to his in-laws house after three o'clock. Shehtaz thought he would ask for Eid greetings first. But Pritam was surprised. Did not ask for Eid greetings. Before that, Shehtaz received the salami. How many Eid greetings did this star get?] শেহতাজ বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে স...