৫০ হাজার টাকা সেলামি না চাইতেই
[Singer, actor and music director Pritam Hasan and model, actress Shehtaz Monira Hashem tied the knot in October last year. They celebrated Eid in their own homes.]
দুপুর পর্যন্ত অপেক্ষায় ছিলেন শেহতাজ মনিরা। তখনো প্রীতম হাসান ব্যস্ত স্টুডিওতে। অবশেষে তিনটার পর শ্বশুরবাড়িতে আসেন এই গায়ক। শেহতাজ ভেবেছিলেন এলেই আগে ঈদের সেলামি চাইবেন। কিন্তু অবাক করেছেন প্রীতম। চাইতে হয়নি ঈদসেলামি। তার আগেই সেলামি পেয়েছেন শেহতাজ। ঈদের সেলামি কত পেলেন এই তারকা?
[ Shehtaz Monira was waiting till noon. Pritam Hassan was still busy in the studio. Finally, the singer came to his in-laws house after three o'clock. Shehtaz thought he would ask for Eid greetings first. But Pritam was surprised. Did not ask for Eid greetings. Before that, Shehtaz received the salami. How many Eid greetings did this star get?]
শেহতাজ বলেন, ‘আমাদের যখন সম্পর্ক শুরু হয়, তখন থেকেই ঈদে সেলামি পাই। প্রীতম ঈদে দেখা করতে এসে আমাকে সেলামি দিত। বিয়ের পরে এবার দেবে কি না জানতাম না। দুপুরে বাসায় এসেই ঈদসেলামি দিয়েছে।’ ঈদসেলামি প্রসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সেলামি পেয়েছি। এবার সে ফিফটি কে (৫০ হাজার) টাকা সেলামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’
[Shehtaz said, "Since our relationship started, I have been receiving greetings on Eid. Pritam used to greet me when he came to visit me on Eid. I did not know whether to give it after marriage. She gave Eid greetings at noon.' The actress also said about Eid greetings, 'When there was love, I received more money greetings. This time he gave a salami of fifty thousand (50 thousand) taka. It doesn't matter how much is given. it's love He has shown this love with me, that is the joy of my Eid.]
শেহতাজ শ্যামলীতে মায়ের বাসায় থাকেন। আর প্রীতম থাকেন তাঁর বাসায়। বিয়ের পর থেকে এখনো নিজেদের সংসার গোছাচ্ছেন এই তারকা দম্পতি। জানা গেল, এই ঈদের পরেই তাঁরা নতুন বাসায় উঠতে যাচ্ছেন। শিগগির লেকসিটি কনকর্ডে নিজেদের বাসায় উঠবেন। এই নিয়েই এখন চলছে তোড়জোড়। এবারের ঈদের বেশির ভাগ আয়োজনই তাই বাসা সাজানোকে ঘিরে। ঈদে কোথাও ঘুরতে যাবেন কি না, জানতে চাইলে শেহতাজ বলেন, ‘আত্মীয়স্বজনের বাড়িতে যাব। বন্ধুদের সঙ্গে দেখা হয়। আড্ডা হয়। এই গরমে মধ্যে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। আমরাই কিছুটা সময় কাটাব।’
[Shehtaz lives at his mother's house in Shyamoli. And Pritam lives in his house. This star couple is still organizing their family after marriage. It was learned that they are going to move to a new house after this Eid. Soon they will move into their home in Lake City Concord. This is what is going on now.Most of the arrangements for this year's Eid are therefore around decorating the house. When asked if he will go anywhere on Eid, Shehtaz said, "I will go to my relatives' house." Meet with friends. There is a chat. No plans to go anywhere else this summer. We will spend some time.]
পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেয়। শেহতাজ মুনিরা হাশেম মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। প্রীতমের ‘জাদুকর’ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাঁকে।
[ Five years ago, during the shooting of the song 'Jadukar', the two started liking each other, which later turned into romance. Shehtaz Monira was the model for the music video of that song. After five years that relationship finally took shape. Shehtaz Munira Hashem acted in several TV dramas after starting her showbiz journey through modeling. She was seen as a model in Pritam's 'Jadukar' song video.]
Comments
Post a Comment